কলারোয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫১, সাধারণ সদস্য ৪০৬ ও সংরক্ষিত আসনে ১২৩ জনের মনোনয়নপত্র জমা
কামরুল হাসানঃ
কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো বৃহস্পতিবার। মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, উপজেলার ১০টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৫ জন রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী আসনে ১২৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন-১নং জয়নগর ইউনিয়নে শামছুদ্দীন আল মাসুদ বাবু, ২ নং জালালাবাদ ইউনিয়নে সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে প্রভাষক এমএ কালাম, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে ভুট্টো লাল গাইন, ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন হেলাল, ৭ নং চন্দনপুর ইউনিয়নে মনিরুল ইসলাম মনি, ৯নং হেলাতলা ইউনিয়নে সরদার আনসার আলী, ১১ নং দেয়াড়া ইউনিয়নে মাহাবুবুর রহমান মফে এবং ১২ নং যুগিখালি ইউনিয়নে রবিউল হাসান। দলীয়ভাবে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থীরা মনোনয়নপত্র কেনা বা জমা না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাদের অনেকেই আবার জামাত-বিএনপি ঘরানার বলে জানা গেছে। তবে প্রতিটি ইউনিয়নে একাধিক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় পদধারী বলে জানা যায়।
তবে নির্বাচনী লড়াইয়ে কারা শেষ পর্যন্ত থাকছে সেটি দেখার জন্য প্রত্যাহারের শেষ দিন আগামী ২৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।
Please follow and like us: