জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হলেন ড. রুবানা হক
ডেস্ক নিউজ:
জাতীয় মানবাধিকার কমিশনের ব্যবসা, মানবাধিকার ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (এনএইচআরসিবির) কমিটির সদস্য হয়েছেন ড. রুবানা হক।
সম্প্রতি তাকে এ নিয়োগ প্রদান করে জাতীয় মানবাধিকার কমিশন।
ড. রুবানা হক তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি।
রুবানা হক গণমাধ্যমকে জানান, সোমবার অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।
এ নিয়োগের ফলে রুবানা হক এখন মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য জাতীয় আইনজীবী সংস্থা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসিবি) একটি অংশে কাজ করবেন। সাবেক সচিব নাছিমা বেগম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।
এছাড়াও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাব, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।