তালা উপজেলায় ইউনিয়ন পরিষদে প্রতিক বরাদ্দের আগেই নৌকা প্রতিকের পোষ্টার ছাপিয়ে বিভিন্ন জায়গার সাটানো হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা জালালপুর ইউনিয়নে নির্বাচন আচারণবিধি লঙ্ঘন করে প্রতিক বরাদ্দের আগেই নৌকা প্রতিকের পোষ্টার ও প্যানা ছাপিয়ে বিভিন্ন জায়গার মারা হয়েছে। সাথে নৌকা তৈরী করে বিভিন্ন গাছে গাছে ঝুলিয়ে রাখতে দেখা গেছে।
জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজর, গৌতমকাটি প্রাথমিক বিদ্যালয়ে, আটুলিয়া, সাতপাকিয়া সহ বিভিন্ন জায়গায় এ পোষ্টার দেখা যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে এ পোষ্টার দেখা যাচ্ছে। পোষ্টার মারাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে এলাকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি গুপ করে হাতুর বাহিনীও গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে।
আওয়ামীলীগ প্রাথী রবিউল ইসলাম মুক্তির উৎশৃঙ্খল কমীরা স্বতন্ত্র প্রাথী মফিদুল হক লিটুর কমীদের হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। দ্রুতই নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।না নামালে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। এবং ভোট গ্রহন আগামী ১১ এপ্রিল।