সাতক্ষীরায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
মাহফিজুল ইসলাম আককাজঃ
“বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, করতে হবে জাতীয়করণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মার্চ) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সাতক্ষীরা’র আয়োজনে সংগঠনের জেলা শাখার সভাপতি এম.এ কাশেম’র সভাপতিত্বে আলোচনা সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল
ইসলাম (রনি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বিশ^াস, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক বি.এম শামসুল হক, শিক্ষক আব্দুল হক প্রমুখ।
এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সাতক্ষীরা জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।