সাতক্ষীরার আশাশুনিতে ঋষি সম্প্রদায়ের বসত ভিটার উপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণঃআদালতে মামলা
রঘুনাথ খাঁঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর
ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ১১টি ঋষি পরিবারকে কোন ক্ষতিপূরণ না দিয়ে ও পূর্ণবাসন না করে তাদের বসতভিটার উপর দিয়ে পানি উন্নয়ন
বোর্ডের বাঁধ নির্মাণের চেষ্টার প্রতিবাদে মামলা দায়ের করা হয়েছে।
কুড়িকাহুনিয়া গ্রামের সুকুমার দাস ও মিঠুন দাসসহ সাতজন বাদি হয়ে রোববার আশাশুনি সহকারি জজ সাবরিনা চৌধুরীর আদালতে এ মামলা
দায়ের করেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহিী প্রকৌশলী, আশাশুনির সেকশান অফিসার ও ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মহাখালির মেসার্স আহাদ বিল্ডার্স এর স্বত্বাধিকারী প্রকৌশলী আব্দুল আজিজকে এ মামলায় বিবাদী শ্রেণীভুক্ত করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ২০ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাত ও ২২ আগষ্ট জলোচ্ছাসে আশাশুনির প্রতাপনগর
ইউনিয়নের কপোতাক্ষ নদের কুড়িকাহুনিয়াসহ বিভিন্ন এলাকার ভেড়ীবাঁধ ভেঙে বিস্তির্ণ এলাকা প-াবিত হয়। এ সময় ওই এলাকার ১১টি ঋষি
পরিবারের চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পরবর্তীতে ওই সব পরিবারের বসতভিটার উপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গাছপালা কেটে নদীর বালি ভরাট করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা আপত্তি করলেও তাদের কথা রাখেননি সংশি-ষ্ট ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি
উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওইসব পরিবারের কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে বা পূর্ণবাসনের উদ্যোগ না নিয়েই এ বাঁধ নির্মাণ চালানোর ফলে তাদের রাস্তার বসা ছাড়া উপায় থাকবে না।
একপর্যায়ে ওই সব পরিবারের পক্ষ থেকে দু’ বার মানববন্ধন করা করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয় আশাশুনি
সেকশান অফিস ঘেরাও এবং মামলা করার।