বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে পেটালেন কাউন্সিলর
ডেস্ক নিউজ:
তল্লাশি ছাড়া বিমানবন্দরে প্রবেশ করতে না দেওয়ায় বিমানবন্দরের নিরাপত্তাকর্মী শাহিন রেজাকে পিটিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মো.আনোয়ার হোসেন আনার। রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
আনার রাসিকের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। হামলার শিকার শহিন রেজা আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য হিসেবে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। এ সময় তাকে বিদায় জানাতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামানসহ কাউন্সিলর ও শীর্ষ কর্মকর্তারা যান বিমানবন্দরে। ওই সময় বিমানবন্দরে আসা লোকজনকে তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা।
কিন্তু তাতে বাধা দেন কাউন্সিলর আনার। পরে ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে পেটাতে শুরু করেন তিনি। এ সময় অন্যান্য নিরাপত্তারক্ষী গিয়ে তাকে উদ্ধার করেন। পরে রাসিকের শীর্ষ কর্তারা বিষয়টি সমাধান করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।
তবে নিরাপত্তাকর্মীকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। তিনি দাবি করেন, মন্ত্রীকে বিদায় জানাতে তারা বিমানবন্দরে গিয়েছিলেন। ওই সময় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কিন্তু বিমানবন্দরে প্রবেশ পথে তাদের আটকে দেন ওই নিরাপত্তাকর্মী। এক কাউন্সিলরকে ধাক্কাও দেন। তিনি এর প্রতিবাদ করেছেন। কিন্তু কাউকে পেটাননি। পরে সবাই ভেতরে প্রবেশ করে মন্ত্রীকে বিদায় জানান।
জানতে চাইলে বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, সকালে ঝামেলা হয়েছিল। সামান্য ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। পরে বিষয়টির সমাধান হয়ে গেছে।