নড়াইলে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন
রিপন বিশ্বাসঃ
নড়াইলে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী হকি প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নড়াইলের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল রশীদ মন্নু, হকি কোচ মোহাম্মদ হাসান রনি।
জানাগেছে, তৃণমুল পর্যায় থেকে খেলোয়ার তৈরির লক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় নড়াইল সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩০জন ছাত্রী মাসব্যাপী হকি প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।