শিশু নির্যাতনকারী মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট
চট্টগ্রামের হাটহাজারীর মারকাজুল কোরআন ইসলামি একাডেমি মাদরাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিষয়টি নজরে আনার পর বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রোববারের মধ্যে প্রশাসনকে এ বিষয়ে হাইকোর্টকে জানানোর নির্দেশও দেয়া হয়।
বিষয়টি নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
তিনি জানান, আদালতের নজরে আনার পর ঘটনাটির সার্বিক বিষয়ে রোববারের মধ্যে জানতে চান হাইকোর্ট। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেয়া হয়েছে, শিশুর চিকিৎসাসেবা ও নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে কি-না, ইত্যাদি বিষয় প্রতিবেদনের মাধ্যমে জানাতে হবে।
উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারীর মারকাজুল কোরআন ইসলামি একাডেমি মাদরাসায় সাত বছরের মো. ইয়াসিন ফরহাদকে বেধড়ক মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। পরে ওই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। পরবর্তীতে মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়।