বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে
আন্তর্জাতিক ডেস্ক:
লাগামহীনভাবে ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা বাড়ছে। একদিনের ব্যবধানে ৮০ হাজার ৯৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৩৪৯ জনের।
বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
ব্রাজিলের আগে করোনায় সংক্রমণের দিক থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছে। আর মৃত্যুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
যুক্তরাষ্ট্রেএখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১২৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ১৯১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬ লাখ ৪০ হাজার ২৭০ জন।
ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ২১৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯ লাখ ৩৫ হাজার ৮০৩ জন।
আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৫৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৯০ হাজার ২৭৫ জন। এরই মধ্যে ৩৯ লাখ ৪৫ হাজার ৫২৭ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৩৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২৪ হাজার ৯৮৭ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৮ হাজার ৪৮৯ জন।
উল্লেখ্য: ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।