বেনাপোলে আমড়া খালি চেকপোস্টে ১০ টি সোনার বারসহ একজন পাচারকারী আটক
আঃজলিল, যশোরঃ
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি ১শত ৬৩ গ্রাম ওজনের ১০ টি সোনার বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার বিকালে বেনাপোলের আমড়াখালী থেকে তাকে আটক করা হয়।পাচারকারীর নাম আব্দুল ওহাব (৪০) সে বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের দিকে যাবে।
এই সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা ওই ইজিবাইকে অভিযান চালান।পরে তার তল্লাশি করে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এই সোনার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম জানান, এক কেজি ১৬৩ গ্রাম ওজনের সোনার বারসহ ওহাব নামে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।