কৃষকদের সচেতনতায় ভাড়–খালীতে আলোক ফাঁদ স্থাপন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানের ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভাড়ুখালী বøকে (নিমতলা মোড়ে) এই আলোক ফাঁদ স্থাপন করা হয়। আলোক ফাঁদ স্থাপনকালে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামান্না তাছনীম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তারক কুমার বিশ্বাস, ইউপি সদস্য মুতাছিম বিল্লাহ, কৃষক গোলাম মোস্তফা, আব্দুস সামাদ, মঞ্জুর হোসেন, ময়না বিশ্বাস, আসাদুল প্রমুখ।
বক্তারা বলেন, রাতের বেলা আলোতে অনেক পোকা আকৃষ্ট হয়। আলোক ফাঁঁদ ব্যবহার করে উপকারী এবং ক্ষতিকর পোকা সহজে চেনা যায়। আলোতে আকৃষ্ট হয়ে পোকা উড়ে আসবে এবং আলোয় ধাক্কা খেয়ে পানির পাত্রে পড়বে। সন্ধ্যা থেকে শুরু করে ২-৩ ঘণ্টা পর্যন্ত আলোক ফাঁদ কার্যকর থাকে। কৃষকরা যদি এ উপায় অবলম্বন করে, ধান ক্ষেতে কী ধরনের পোকার আক্রমণ করছে, সে অনুযায়ী কৃষকরা জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারে। এতে তাদের না বুঝে অতিরিক্ত অর্থ নষ্ট হবে না। আলোক ফাঁদ কখনো ক্ষেতের মধ্যে স্থাপন করা যাবে না। ধান পুষ্ট হলে আর আলোক ফাঁদ প্রয়োজন হয় না। তবে বাদামি গাছে ফড়িংয়ের আক্রমণ অব্যাহত থাকলে আলোক ফাঁদও চালিয়ে যেতে হবে।