দেবহাটায় সফল প্রকল্পের উদ্যোগে নারী দিবস পালিত
Post Views:
৫৩৪
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং উত্তরণ’র আওতায় সফল প্রকল্পের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় পুটিমারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। ইউপি সদস্য অচিন্ত্য কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল প্রকল্পের ব্যবস্থাপক ইকবাল হোসেন, পুটিমারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ হালদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সফল প্রকল্পের নিউট্রেশন অফিসার কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সাপ্লাই চেইন অফিসার মিজানুর রহমান।