সাতক্ষীরা-আশাশুনি সড়কে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার রাতে সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদরাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
নিহতের মনিরুজ্জামান মনি সাতক্ষীরার রাজারবাগান এলাকার আব্দুস সালাম আমিনের ছেলে। অহতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা নুনগোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের আজিজুর রহমানের ছেলে আতিক এবং ঝিনাইদহের হরিনাকুন্ড এলাকার সুবোল মন্ডলের ছেলে শান্ত।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রাতে মনিরুজ্জামান মনি ও তার বন্ধু শান্ত মোটরসাইকেলে ধুলিহর এলাকা থেকে সাতক্ষীরা শহরে ফিরছিল। পথে রাত ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার কাছে পৌঁছালে ধুলিহরগামী একটি মোটরসাইকেলর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক মনি ও আরোহী শান্ত এবং অপর মোটরসাইকেল চালক আতিক ও আরোহী নজরুল গুরুতর আহত হয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা নেয়ার পথে রাত ১টার দিকে মনি মারা যায়। গুরুতর আহত শান্ত, আতিক ও নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আতিকের অবস্থা আশংকা বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।