শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের মালেশিয়া প্রবাসী স্বপন মণ্ডলের উপর পরিকল্পিত ভাবে হামলা
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মৃত সুখদেব মন্ডলের ছেলে মালেশিয়া প্রবাসী স্বপন মণ্ডলের উপর ৮ মার্চ সোমবার সকাল ১১ টার দিকে হামলার ঘটনা ঘটেছে।
ঘটনায় জানাযায়, জমিজায়গার জের ধরে সোয়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঐ গ্রামের ধনী গাজীর ছেলে কাদের গাজী (৪০) ও তার ভাড়াকৃত সাঙ্গপাঙ্গ দলবেঁধে স্বপনকে বিভিন্ন কুভাষায় গালিগালাজ করতে থাকে তখন সে ওদের কথায় কর্ণপাত না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু বাড়ি ঢোকার আগেই রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে তার উপর নির্মম ভাবে প্রহর করে। তার নাক চোখ ফাটিয়ে মাটিতে ফেলে উপর্যপরি নাম না জানা পাঁচ থেকে ছয় জন লাথি , কিলঘুষি দিয়ে মারাত্মক জখম করে। এবং তার অ্যান্ডোকোষ ফাটিয়ে দিতে সেখানে লাথি দেয় ।
বর্তমানে মুমূর্ষু অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অসহায় স্বপন মণ্ডল ।
ঘটনার বিবরণে আরও জানা যায়, স্বপন মন্ডল বিদেশে থাকাকালীন বিদেশ থেকে পাঠানো সমস্ত টাকা সহ গত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডসীফ হাসপাতাল থেকে তার স্ত্রী বনলতা রক্ষিতকে একই হাসপাতালের গাড়ির ড্রাইভার খানপুর গ্রামের আকছেদ গাজীর ছেলে আনিস গাজী ফুসলিয়ে বের করে নিয়ে যায় ।
স্বপনের দুটি শিশু সন্তান রয়েছে। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। এরই ধারাবাহিকতায় আসামী আনিস গাজীর ভাড়াটিয়া হিসাবে দেবীপুর গ্রামের ধনী গাজীর ছেলে কাদের গাজী এবং তার ভাড়াটেরা কাজ করছে বলে স্বপন মণ্ডলের ধারণা। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলমান ।