দেবহাটায় থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন
দেবহাটা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেয়া সেই অগ্নিঝরা ভাসনের ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষ্যে জাকজমকপূর্ন আয়োজনে আনন্দ উদযাপন করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার আয়োজনে রবিবার বিকেল থেকে গভীর রাত অবদি দেবহাটা থানা চত্বরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেন দেবহাটার সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানের শুরুতেই গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষন সম্প্রচার ও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিকা শীর্ষক বাংলাদেশ পুলিশের বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তৃতা করেন অতিথিরা। এসময় উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা আফছার উদ্দীন আহমেদ বাবলু, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, কৃষক লীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ূন কবির হীম, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীদের অংশগ্রহনের মধ্য দিয়ে গভীর রাত অবদি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।