শার্শা পৃথক অভিযানে গাঁজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সহ ৪ জন আটক
আঃজলিলঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ মার্চ) ভোর রাত থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃতরা হলো, শার্শা থানার নাভারণ রেল বাজার এলাকার মৃতঃ আমির হোসেনের ছেলে তারিক হোসেন (৪০), চালিতাবাড়িয়ার
সোনাতনকাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২১), শার্শা থানার
শালকোনা (ডিহি) এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি বিশ্বাস (২২) ও বাগুড়ী গ্রামের মৃতঃ ইয়াকুবের ছেলে সাইফুল ইসলাম (৩৭)।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, শার্শা থানার এসআই জহুরুল ইসলাম মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন নাভারন রেলবাজার গ্রামস্থ নাভারন রেল গেটের উত্তর পাশে আরিফের চায়ের দোকানের সামনে নাভারন টু সাতক্ষীরা মহাসড়কের পাকা রাস্তার উপর হতে তারিককে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
অপরদিকে, এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রেললাইনের উত্তর পাশ হতে ইসরাফিলকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
পৃথক আরেক অভিযানে, এসআই সুমন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রনি ও সাইফুলকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, আটক আসামিদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: