টেস্ট র্যাংকিং: এখন আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে ইনিংস এবং ২৫ রানে জয় পেয়েছে স্বাগতিক ভারত। এরপরই সবশেষ আপডেটকৃত টেস্ট র্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আপডেটে আফগানিস্তানেরও নিচে নেমে গেছে বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫১। দশ দলের এই তালিকায় সবার নিচে টাইগাররা। বাংলাদেশের উপরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭।
নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। ইংল্যান্ডকে শেষ টেস্টে হারানোর পর ভারতের সংগৃহীত রেটিং পয়েন্ট ১২২। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮।
র্যাংকিংয়ের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের নামের পাশে রয়েছে ১১৩ পয়েন্ট। ১০৫ রেটিং নিয়ে চারে আছে ভারতের কাছে সিরিজ হারা ইংল্যান্ড। পাঁচে অবস্থান করছে পাকিস্তান। দলটির রেটিং পয়েন্ট ৯০।
তালিকায় পরের তিন অবস্থানে থাকা দলগুলো হচ্ছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৮৯), শ্রীলংকা (৮৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৮০)।
Please follow and like us: