ভারতে ২বছর জেল খেটে ফিরলো প্রতারনার শিকার ৬ বাংলাদেশি
আঃজলিলঃ
ভালো কাজের সন্ধ্যানে ভারতে গিয়ে দালালের প্রতারনার শিকার হয়ে দুই বছর জেল খেটে বেনাপোল বন্দর দিয়ে ফিরেছে ৬ বাংলাদেশি যুবক।
বৃহস্পতিবার(০৪ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পরমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মুফকালিন সরকারের ছেলে সাওকুল সরকার,চট্রগ্রামের রাজন উপজেলার হালদিয়া গ্রামের প্রকাশ বড়–য়ার ছেলে শুভ্র বড়–য়া, ফাটিকছড়ি উপজেলার আব্দুল্লাপুর গ্রামের পাবন বড়–য়ার ছেলে অজয় বড়–য়া, আযাদিবাজার ধর্মপুর গ্রামের সুজন বড়–য়ার ছেলে অভি বড়–য়া, মানিকগঞ্জ সদরের কায়তারা গ্রামের মনিন্দ্রা মন্ডলের ছেলে শালল মন্ডোল ও বাগেরহাট মংলার শাওলিবুনিয়া গ্রামের আব্দুর রউব তালুকদারের ছেলে রুবেল তালুকদার।ফেরত আসা যুবকেরা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজ দেওয়ার কথা বলে আড়াই বছর আগে সীমান্ত পথে অবৈধ ভাবে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যায়। পরে দালঅর চক্র তাদেরকে ফেলে পালিয়ে আসে।
এসময় ভারতীয় পুলিশ তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে জেলে পাঠায়। সেখানে দুই বছর জেল খেটে সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের রাষ্ট্রীয় আইনে ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৬ বাংলাদেশিকে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহন করবেন।
Please follow and like us: