শ্যামনগরে প্রাইভেটকার উল্টে চুনা নদীতে পড়ে চালকের মৃত্যুঃআহত চার
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেটকার উল্টে আরাফাত মোল্যা (২০) নামে এক প্রাইভেট চালক নিহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গুমানতলী (শওকতনগর) গ্রামের নূরুল আমিন মোল্যার ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামনগর – নওয়াবেঁকী সড়কের চুনার ব্রীজ নামক স্থানে অতি দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারের অপর চার যাত্রী গুরত্বর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক আরাফাতকে মৃত ঘোষনা করেন। আশঙ্খা জনক অবস্থায় দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।
গুরত্বর আহতরা হলেন- একই গ্রামের নূরুল হুদা মোল্যার ছেলে হাসান, আবুল বাশারের ছেলে সাইফুল্যাহ, নূর হোসেনের ছেলে রবিউল এবং ইব্রাহিম।
প্রতাক্ষ্যদর্শী আব্দুর রশিদ জানান, প্রাইভেটকারটি প্রশিক্ষণ হিসাবে শ্যামনগর হইতে নওয়াবেঁকী যাওয়ার সময় চুনার ব্রীজ নামক স্থানে পৌঁছাইলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় দ্রুতগতির প্রাইভেটকারটি চুনা নদীতে পড়ে যায়।
এ ঘটনায় শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।