বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তোমেউ গ্রেফতার
বার্সাগেট কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া মার্তোমেউকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। বার্তোমেউ ছাড়া ক্লাবের আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মাঝে অন্যতম হলেন বার্সেলোনা সিইও অস্কার গারু ও আইন বিষয়ক প্রধান রোমান গোমেজ পন্টি।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে বার্সেলোনার ন্যু ক্যাম্পে কাতালান পুলিশের একটি দল তল্লাশি চালায়। এসময় তারা গুরুত্বপূর্ণ কিছু নথি জব্দ করে।
জানা গেছে, এক বছর আগের বার্সাগেট কেলেঙ্কারির দায়ে এই তল্লাশি চালানো হয়। এটি মূলত ক্লাব অফিসিয়ালদের একটি উদ্দেশ্যপ্রণোদিত কাজ, যার মাধ্যমে দলের প্রাণভোমরা মেসিসহ বর্তমান ও সাবেক অনেক কিংবদন্তি ফুটবলারের নামে মিথ্যাচার ছড়ানো হয়েছিল।
এর আগে গত সেপ্টেম্বরে কাতালান পুলিশের একটি তদন্তে বের হয়ে আসে যে বার্সেলোনার কিছু উচ্চপদস্থ কর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ১৩টি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে মেসিসহ দলের বড় তারকাদের নামে আর্থিক দিক দিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করেছে।
এর মধ্য দিয়ে সমর্থকদের মনে মেসি বিরোধি মনোভাব তৈরি ও তাদের ক্ষমতা আরো শক্ত করাই মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়। সে সময় অনেকেই এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কিছুদিন আগে বার্সেলোনার কিছু কর্মচারী পুনরায় তদন্তের আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতেই আজ তল্লাশি চালানো হয়।