খালেদার সঙ্গে বিএনপির তিন নেতার সাক্ষাৎ
নিউজ ডেস্ক:
দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা। অন্য দুই নেতা হলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সুবর্ণজয়ন্তী কমিটির সদস্য সচিব ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।
বিএনপির একটি সূত্র জানায়, রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে এক ঘণ্টাব্যাপী গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তীর কর্মসূচি, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন ও করোনা টিকা নেওয়া প্রসঙ্গে আলোচনা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, আমরা ম্যাডামের স্বাস্থ্য নিয়ে কথা বলেছি। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। ম্যাডাম সুবর্ণজয়ন্তীর কর্মসূচির বিষয়ে শুনেছেন। তবে তিনি কিছু বলেননি।
এর আগে গত বছরের ১৬ আগস্ট খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।