সাতক্ষীরায় ভলিবল খেলোয়াড় বাছাই সম্পন্ন : কাল থেকে প্রশিক্ষণ
এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় তৃনমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষনের জন্য জেলায় বয়সভিত্তিক অ-১৪-১৮ বছর বয়সের ভলিবল খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। বাছাই পর্বে প্রাথমিকভাবে নির্বাচিত ২৫ জন নতুন ভলিবল খেলোয়াড়দের নিয়ে আগামীকাল থেকে সপ্তাহব্যা পী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকা থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নতুন ভলিবল খেলোয়াড় প্রশিক্ষণের জন্য এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নতুন ভলিবল খেলোয়াড় বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভলিবল প্রশিক্ষক মো. হারুন উর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ ম আক্তারুজ্জামান মুকুল, মো. রুহুল আমিন, মো. ইকরামুল কবির খান বাপ্পি, সাবেক ভলিবল খেলোয়াড় আল মামুন, জেলা ভলিবল দলের খেলোয়াড় সাইদুর রহমান প্রমুখ।
প্রাথমিকভাবে বাছাইকৃত অ-১৪-১৮ বছর বয়সের ২৫ জন খেলোয়াড়দের নিয়ে আগামীকাল সোমবার(০১ মার্চ-০৭ মার্চ)পর্যন্ত সপ্তাহব্যাপী জা তীয় ভলিবল প্রশিক্ষক মো. ইমদাদুল হক মিলনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
Please follow and like us: