আশাশুনির চেচুয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইসহ ৩ জনকে পিটিয়ে আহত করে মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ব্যবসায়ী বাদি হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
চেচুয়া গ্রামের আঃ বারী সরদারের পুত্র ইউনুছ আলী তার পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিলেন একই গ্রামের মৃত করিম বক্স সরদারের পুত্র মোস্তাফিজুর ও মাসুম বিল্লাহ, মৃত মোকছেদ আলী সরদারের পুত্র তৈয়েবুর রহমান, মৃত জাহান বক্স সরদারের পুত্র সিরাজুল, তৈয়েবুর রহমানের পুত্র বদরুল। প্রায়ই তারা রাস্তাঘাটে অশালীল ভাষায় গালিগালাজ, মারধর ও জীবন নাশের হুমকী দিয়ে আসছিল। ব্যবসায়ী ইফনুছ আলি আনুলিয়া হাজী মার্কেটে তার মুদি দোকান থেকে ২৫ ফেব্রুয়ারী রাত্র সাড়ে ৭টার দিকে ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। চেচুয়া গ্রামে মোস্তাফিজুরের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সকল প্রতিপক্ষ তাকে আটকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট করে। তার ডাক চিৎকারে তার ভাই ইফসুফ, ভাইপো শরিফুল ঘঁনাস্থলে পৌছলে তাদেরকেও মারপিট করে, তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা, ভাইয়ের মোবাইল সেট ছিনিয়ে নেয় এবং তাদের কাপড় চোপড় ছিড়ে ক্ষতি সাধন করে। স্বাক্ষীরা ঘঁনাস্থানে পৌছলে জীবন নাশের হুমকী দিয়ে আক্রমনকারীরা কেটে পড়ে।