যশোরে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান ওয়ারেন্টের ১২ আসামী আটক
যশোর প্রতিনিধি:
যশোর জেলায় বদলী হয়ে আসা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম মহোদয় দৃঢ়তার সাথে ঘোষণা দেন সীমান্তবর্তী যশোর জেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবেন। তাঁর সেই স্বদিচ্ছার বহিঃপ্রকাশ শুরু থেকে অদ্যাবধি চলমান।
যশোর জেলার সবকটি থানায় তাঁর নির্দেশনা মোতাবেক কঠোরভাবে সাঁড়াশি অভিযান পরিচালিত হওয়ায় শুধু সন্ত্রাসী, মাদককারবারী, চাঁদাবাজি নয় বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীরাও দিশেহারা।
আজও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতোয়ালি থানাধীন গুরুদাশ বাবু লেনের পাবলিক হেলথ অফিসের সামনে থেকে মোমিনা রহমান কাজল(৪০) স্বামী – আজিজুর রহমান বাবু, পিতা- মৃত মজিদ শেখ, দৌলতপুর, কেএমপি,খুলনাকে গ্রেফতার করে তার নিকটে থাকা ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আজ মনিরামপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ১৫ পিচ ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us: