শ্রীউলায় ভ্রাম্যমাণ কোভিট নিবন্ধন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমাণ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১৬০ ব্যক্তি নিবন্ধন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মিঠুন কুমার বিশ্বাস। সহযোগিতায় ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শন মোক্তারুজ্জামান স্বপন, পরিবার পরিকল্পনা পরিদর্শক দীপঙ্কর মন্ডল, স্বাস্থ্য সহকারী রাফেজা খানম, আঃ মান্নান, মহসিন উদ্দিন, সিএইচসিপি রবিউল ইসলাম, এফডব্লিউএ নাজমা খাতুন ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল নির্বাচিত স্বেচ্ছাসেবকবৃন্দ।