সাতক্ষীরা প্রাণসায়র খাল নকশা অনুযায়ী ও সড়কে মাটিবাহি যান বন্ধের দাবিতে
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা প্রাণসায়র খাল নকশা অনুযায়ী পূন:খনন, বর্ষা মৌসুমের পূর্বে মশা নিধনে কার্যকরি পদক্ষেপ গ্রহণ এবং সড়কে মাটিবাহি যান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ ।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রাণ সায়র খালের পাড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।
সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মেহেদীআলী সুজয়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, জাহিদা জাহান মৌ, সদর মৎস্যজীবী সমিতির সভাপতি শিহাব উদ্দিন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মে র ৮নং ওয়ার্ড শাখার সভাপতি ডা: শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণসায়র খাল সাতক্ষীরাবাসীর প্রাণ। সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খালটি খননের জন্য বরাদ্দ আসে। খাল খনন প্রক্রিয়া শুরু হওয়ার আমরা দাবি জানিয়েছিলাম যেন খালটি যথাযথভাবে খনন করা হয়। অথচ আমরা দেখলাম খনন শুরু হওয়ার পর খালটি পূর্বের থেকে ছোট হয়ে একেবারে ছোট একটি ড্রেনে পরিণত হচ্ছে। এই খনন তো আমরা প্রত্যাশা করিনি। সরকার যে মহতী উদ্যোগ নিয়ে খাল খননের জন্য বরাদ্দ দিয়েছিলেন। তা ব্যাহত হচ্ছে।
খালটি খননের জন্য যাদের তদারকি করার কথা ছিলো। তারা কোন খবর রাখেন কি না সেটি সাতক্ষীরাবাসী জানে না। যদি রাখতো তাহলে এই ভাবে যেনতেনভাবে খালটি খনন করা হতো না।
বক্তারা আরো বলেন, খালটি সম্পূর্ণ ডিজাইন অনুযায়ী খননের লক্ষ্যে খালের দুইপাড়ে থানা ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে। অথচ বাস্তবে সেটি হচ্ছে না। এছাড়া বর্তমানে সাতক্ষীরা শহরের চলাচলের কোন পরিবেশ নেই। শহরটি এখন ধূলোর শহরে পরিণত হয়েছে। নরম মাটি বহনের কারণে সারা শহরের রাস্তাগুলো কাদায় ভরে আছে। সামান্য বৃস্টি হলেই দূর্ঘটনার সৃষ্টি হবে। বক্তারা অবিলম্বে সম্পূর্ণ ডিজাইন অনুযায়ী খালটি পূন:খনন এবং রাস্তা সাধারণ মানুষের চলাচলের সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।