দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাজী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার এসআই মিজানুর রহামন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার কমান্ডার নার্গিস পারভীন, বিজিবি কমান্ডারসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, চোরাচালান, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে অভিযান অব্যহত, উপজেলার বিভিন্ন বাজার সিসি ক্যামেরার আওতায় আনায়ন, ইউপি নির্বাচনকে সামনে রেখে নাশকতা মুলোক কর্মকান্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, করোনাকালীন সময়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সমুহ সম্ভাবনা থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুমতি বিহীন মাহফিলে নিষেধাজ্ঞা আরোপ, মাহফিল কেন্দ্রিক চাঁদাবাজি রোধ, উপজেলাতে করোনার টিকা সুষ্ঠ ব্যবস্থাপনা, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহবুবুল ইমামের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন, সরকারি রাস্তার নষ্টের জন্য দায়ী রাস্তার পাশের মৎস্য ঘেরের মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ গুরুত্বপূর্ন বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।