টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাতসহ তিনজন নিহত
অনলাইন ডেস্ক:
কক্সবাজারে টেকনাফের শালবন পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জকির বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জকির বাহিনীর প্রধান ডাকাত জকিরসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের শালবন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ডাকাত জকিরসহ রােহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের একটি দল শালবন পাহাড়ের একটি স্থানে অবস্থান করার তথ্য আমাদের হাতে আসে। এ তথ্য পেয়ে র্যাবের একটি দল বিকেল ৩টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ গােলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ এবং বিদেশি পিস্তলসহ ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ।
ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।