আশাশুনি সদরে সুপেয় পানি নিশ্চিতে খোলপেটুয়া পানির প্লান্ট উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলা সদরে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে খোলপেটুয়া পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে আশাশুনি মান্দার দিঘির পাড়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপান্তর ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় পানির প্লান্ট ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গ্রামীণ টাওয়ারের পাশে প্লান্ট এর প্রধান ফটোকে লাল ফিতা কেটে প্লান্টের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। পরে মাদার দিঘির পাড়ে উপকারভোগিদের অংশ গ্রহনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। রূপান্তরের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজুর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পরিবেশ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রোগ্রাম হেড ফারুক আহদেম, জাইকা কর্মকর্তা দেবু বিশ্বাস ও পিসিআর ওয়াশ প্রকল্পের ইমরান হাসান। স্বাগত বক্তব্য রাখেন, খোলপেটুয়া পানির প্লান্ট ব্যবস্থাপনা কমিটির সভানেত্রী ছালেহা পারভিন পান্না। ১৩ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মীত এই প্লান্ট থেকে প্রতিদিন ৪০০০ লিটার পানি সাপ্লাই হবে। প্রতি লিটার পানি ৫০ পয়সার বিনিময়ে বিক্রয় করা হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদী ভাঙ্গন কবলিত আশাশুনি সদরের মানুষ সুপেয় পানির অভাবে কষ্টকর জীবনযাপন করছে। এলাকার মহিলারা কয়েক মাইল পথ পায়ে হেটে পানি নিয়ে থাকে। এসব অসহায় মানুষের জন্য আমরা সরকারি সহায়তায় ও উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন দুর্গম এলাকায় ৪টি পানির প্লান্ট নির্মানের উদ্যোগ গ্রহন করেছি। রূপান্তর এলাকার মানুষের জন্য এই প্লান্ট নির্মান করে দিয়ে জনহিতকর কাজ করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সকলকে পানির প্লান্টকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পানি ক্রয় করতে আহবান জানান।