যশোরে পৃথক অভিযানে ২৬০০ইয়াবা সহ তিন জন আটক
আঃজলিলঃ
যশোরে পৃথক অপরাধে ৩ জনকে আটক হয়েছে। গতকাল সোমবার রাতে যশোর সার্কিট হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে একটি মোটর সাইকেলসহ শরিফুল ইসলাম ও মুক্তার হোসেন বাবু নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যশোর টালিখোলা হাসান আলীর তিন তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় শরিফুলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অভিনব কায়দায় নিয়ে আসা মোটরসাইকেলের টাংকি কাটা সহ আরো ২৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত শরিফুল ইসলাম যশোর আর এন রোড এলাকার ওহাব আলীর ছেলে ও মুক্তার হোসেন বাবু যশোর সিটি কলেজ পাড়া চা সালামের ছেলে।
অন্যদিকে যশোর গোয়েন্দা পুলিশের একটি দল ইজিবাইক কে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৩০), নামে একজনকে আটক করেছে। আটক হাফিজুর রহমান যশোর কারবালা এলাকার মফিজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইজিবাইক চালকদের জিম্মি করে চাঁদাবাজি করতেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সমেন দাস বলেন,যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে বিশেষ অভিযান চলাকালে গতকাল রোববার রাতে যশোর সার্কিট হাউজের সামনে অভিযান চালিয়ে প্রথমে একটি মোটরসইকেলসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম ও মুক্তার হোসেন বাবুুুকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে যশোর টালিখোলা এলাকা থেকে শরিফুলের ভাড়া বাসা থেকে আরও ২৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাা হয়। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে ও চাঁদাবাজির মামলা দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।