দেশে ভ্যাকসিন নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন
ডেস্ক নিউজ:
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৭ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে করোনার টিকা (ভ্যাকসিন) নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। যাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন এবং নারী সাত লাখ ৮৯ হাজার ৪৪২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এক হাজার ৪০০ টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন ৩ লাখ ৬০ হাজার টিকা দানের সক্ষমতা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন।
এদিকে, রাজধানী ঢাকার ৪৭টি টিকাদান কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৪৪১ জনকে টিকা দেয়া হয়েছে। অন্যদিকে, এখন পর্যন্ত মোট তিন লাখ ৬ হাজার ১৮৩ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে দুই লাখ ৩ হাজার ৩৪৯ জন পুরুষ এবং এক লাখ ২ হাজার ৮৩৪ জন নারী রয়েছেন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।