দীর্ঘ ৯ মাস পর আশাশুনির বেড়ীবাঁধ ভাঙ্গনের ক্লোজার চাপান সম্পন্ন
আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের
কুড়িকাহুনিয়া ওয়াপদার বাঁধ ভাঙ্গনের ৯ মাস পর
ক্লোজার চাপান সম্ভব হয়েছে।
২১ ফেব্রুয়ারি দুপুরে শ্রমিকরা বাঁধটি বস্তাদিয়ে আটকে পানি বন্ধ করতে সক্ষম হয়।
২০২০ সালের ২০ মে পানি উন্নয়ন বোর্ডের
কুড়িকাহুনিয়া বেড়ী বাঁধ ভেঙ্গে ্ইউনিয়নটি
সম্পূর্ণ ভাবে প্লাবিত হয়েছিল। দীর্ঘ ৯ মাস
ইউনিয়নের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও সহায়
সম্বলহারা হয়ে মানবেতর জীবন যাপন করে এসেছে।
এসময় কয়েকবার বাঁধ নির্মানের কাজ করা হলেও ক্লোজারে চাপান দেওয়ার কযেক ঘন্টার মধ্যে পুনরায় ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা আবারো কপোতাক্ষ নদের পানিতে একাকার হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী সবশেষে বাঁধ বাঁধার কাজের তত্বাবধানের দায়িত্ব প্রাপ্ত হয়ে প্রায় দু’মাস
একটানা কাজ করে বাঁধ রক্ষার চেষ্টা চালান। অবশেষে ২১ ফেব্রুয়ারি ক্লোজারে চাপান কাজ সম্পন্ন হয়েছে।
এলাকার মানুষ এখন ক্লোজারের স্থানের দিকে তাকিয়ে বসে আছে। টেকসই বাঁধের দাবী এলাকাবাসীর একমাত্র দাবী হওয়ায় তারা সরকারের দিকে তাকিয়ে আছে কবে তারা টেকসই বাঁধের মুখ দেখতে পাবে।