বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
নিউজ ডেস্কঃ
বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন।
রোববার ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- পাবনার সাঁথিয়ার ইয়াকুব হোসেন, তার স্ত্রী সালমা, ছেলে ইমতি ও শিশু ইমতিয়াজ এবং বগুড়ার মিজান, ফিরোজ, নাদিয়া আক্তার, মৌসুমী, পাভিন, লাভলী ও শিবগঞ্জের শিশু লাফিজ।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে এসআর পরিবহনের একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় পৌঁছালে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসচালক ও হেলপার, ট্রাকচালক এবং বাসের তিন যাত্রী নিহত হন।
শেরপুর থানার ওসি শহীদুল আলম বলেন, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যানবাহন চলাচল শুরু হয়।