কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় অমর একুশ পালিত

কামরুল হাসানঃ

কলারোয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

শহিদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া থানা, কলারোয়া সরকারি কলেজ, পৌরসভা, আওয়মী লীগ, ওয়ার্কর্স পার্টি, জাসদ, ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। একুশের রাত ১২টা ১ মিনিটের পরপরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়ার কেন্দ্রীয় শহিদ মিনারটি।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার(ভূমি) আখতার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড’র পক্ষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন, পৌরসভার পক্ষে নব-নির্বাচিত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা বেনজির হোসেন হেলাল, শহিদুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, মহিলা আওয়ামী লীগের পক্ষে অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, রহিমা বেহম কাজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার জিয়াউর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম, ওয়ার্কাস পার্টির পক্ষে কমরেড আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক কদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা বদরুজ্জামান, শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহি, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক আসাদুজ্জামান মিলন, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে অ্যাড: শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, রিপোটার্স ক্লাবের পক্ষে আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, জাকির হোসেন, মোস্তাক আহমেদ, আরিফ চৌধুরী, শ্রমিক ইউনিয়নের পক্ষেে মন্জুুুুরুল ইসলাম মিঠু, আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, সামাজিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই রিজাউল ইসলাম ।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৭টায় প্রভাত ফেরি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে জুম ক্লাউড মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)