আশাশুনি ইরাবতি ইটভাটার অবৈধ ঘর অপসারণ
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার বুধহাটায় এক ইটভাটার অবৈধ ঘর অপসারণ করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রæয়ারি) সকাল ৯টায় মেসার্স ইরাবতি ব্রিক্স-এ এঘর অপসারণ করা হয়।
ইরাবতি ব্রিক্স পানি উন্নয়নর বোর্ডের জমি অবৈধ দখলনিয়ে পাকা ঘর নির্মান করে।
এনিয়ে বিভিন্ন পত্র- পত্রিকায় খবর প্রকাশিত হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মাটি কেটে ঘর ও
ভাটায় ভরাট কাজ করায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। সাথে সাথে অবৈধ স্থাপনা অপসারনে পাউবোকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।
পাউবো’র পক্ষ হতে কয়েকবার ভাটা কর্তৃপক্ষকে ঘর অপসারনের জন্য নোটিশ করা হয়। কিন্তু নোটিশকে তুয়াক্কা না করে ভাটা কর্তৃপক্ষ নানা
অজুহাতে ও প্রভাব খাটিয়ে সময় ক্ষেপন করতে থাকে।
একপর্যায়ে বুধবার পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, এসও ছাবিউর
রহমান, রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন পাউবো’র
কর্মচারীদের নিয়ে স্থাপনা অপসারনে ভাটায় গেলে ভাটা কর্তৃপক্ষ নিজেরা স্বেচ্ছায় অপসারণ কাজ করেন।