কলারোয়ায় ইঞ্জিনভ্যানে লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ আটক ৩
কামরুল হাসান॥
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইঞ্জিনভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাজিরহাট সন্নিকটে চিতলা এলাকা থেকে ফেনসিডিল বহনকারী ইঞ্জিনচালিত ভ্যান ‘আলমসাধু’সহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ওরফে ছোট খোকার ছেলে সাইদুর রহমান (২১), একই এলাকার আব্দুল হামিদের ছেলে মাহাবুর রহমান(২৪) ও উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নূর মোহাম্মদ (৪০)।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই আবুল হাসান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চিতলা ইটভাটার সম্মুখ রাস্তা থেকে ফেনসিডিলবাহী ইঞ্জিনচালিত ভ্যানসহ তিন জনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ইঞ্জিনভ্যানের যাত্রীদের বসার স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ছবি আছে: