Post Views:
৬৫৩
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জে গৈখালী- কুলতলী খালের পুনঃ খনন শুভ উদ্বোধন করা হয়। আজ ১৩ ই ফেব্রয়ারী শনিবার করেন সাতক্ষীরা জেলার মানবিক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মহোদয় গৈখালী- কুলতলী খালের পুনঃখনন শুভ উদ্বোধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক (দোলন), উপজেলা নির্বাহী অফিসার আ, ন,ম আবুজার গিফফারী, মুন্সিগঞ্জ ইউ/পি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান প্রমুখ।
কুলতলীর জনসাধারণের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত খালটি পুনঃ খননের বিষয়টি এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়কে সাধুবাদ জানায়।
Please follow and like us:
20