চীনে বিবিসি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক :
উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন ও করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানো নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে সমালোচিত হয়েছিল চীন। এই দুই ইস্যুতে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্তের অভিযোগে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করলো দেশটি।
বৃহস্পতিবার চীনে বিবিসি চ্যানেল সম্প্রচার এবং রেডিওতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ বন্ধ করা হয়।
এদিকে গত গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে নিজেদের দেশে নিষিদ্ধ করে ব্রিটেন। তবে বিবিসিকে চীনে বন্ধ করায় হতাশা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটির সংশ্লিষ্টরা।
চীনের সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, বিবিসি ওয়ার্ল্ড নিউজের বিরুদ্ধে চীনের জাতীয় রেডিও ও টেলিভিশন মন্ত্রণালয়ের বক্তব্য, চীনের সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
দেশটির মন্ত্রণালয় জানায়, বিবিসিতে প্রকাশিত চীন সংক্রান্ত খবরের প্রতিবেদন একেবারেই অসত্য এবং নিরপেক্ষ নয়। এর ফলে চীনের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র্যাব টুইট করে জানান, বিবিসির বিরুদ্ধে চীনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে। চীন বিশ্বজুড়ে সংবাদমাধ্যম এবং ইন্টারনেটের ব্যবহারে বাড়াবাড়ি রকমের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।