আশাশুনির ক্যান্সার আক্রান্ত নাছিমার পাশে ইউএনও
জি এম মুজিবুর রহমানঃ
বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ
প্রকাশের পর আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নাছিমা খাতুনকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি রোগিকে দেখতে যান। আরার গ্রামের মৃত মুনছুর আলী মালীর ছেলে দিনমুজুর রবিউল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী নাছিমা খাতুন (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
তার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নাছিমার চিকিৎসার জন্য সার্বিক সাহায্য করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি গৃহবধূ নাছিমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপ সহকারী প্রকৌশলী মামুনুর
রশীদ, আশাশুনি প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন ও এম এম নুর আলম, রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বিএম আলাউদ্দীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।