দেশব্যাপি সিরিজ বোমা হামলা মামলায় সাতক্ষীরার আদালতে আজ মামলার রায়
নিজস্ব প্রতিনিধি:
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপি ৬৩ জেলার মধ্যে জেএমবির সাতক্ষীরার পাঁচটি স্থানে বোমা হামলার ঘটনায় পুলিশের দায়েরকৃত ছয়টি মামলার যুক্তিতর্ক শেষে আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষনা করা হবে।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আসামীপক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজ নিজ পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক শরিফুল ইসলাম আজ বুধবার রায় এর জন্য দিন ধার্য করেন।
এসময় কাঠগড়ায় ৬টি মামলার জেলহাজতে আটক আসামীদের আদালতে হাজির করা হয় এবং জামিনে থাকা আসামীরা আদালতে হাজির হলে যুক্তিতর্ক শেষে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে সদরের খড়িবিলার মমতাজ উদ্দিন ও আশাশুনির কুল্লার নূর আলী মেম্বরের জামিন বাতিল করা হয়নি। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুস সামাদ।
এসময় তারা বলেন, সাক্ষীদের সাক্ষ্যপ্রমান এবং আলামত জব্দের মধ্য দিয়ে প্রমানিত হয় এ মামলার সকলেই দোষী। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।অপরদিকে আসামীপক্ষে ছিলেন এ্যাড. জিএম আবুবকর সিদ্দীক। তিনি আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, আসামীদের বিরুদ্ধে ৩,৪,৬ ধারা প্রযোজ্য নয়। ন্যায়বিচার হলে সকল আসামী খালাস পাবে।