দেবহাটায় অতি দারিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় হতদরিদ্র পরিবারের আত্মসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দেশী জাতের বকনা গরু বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ১৫০ বাছাইকৃত সুবিধাভোগীর মধ্যে প্রথম পর্যায়ে ৫০ সুবিধাভোগী পরিবারকে বিনামুল্যে এসকল দেশী জাতের গরু বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা প্রানিসম্পদ অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের মাঝে গরু বিতরণ করেন অনুষ্ঠানের প্রাধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র ঘোষ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। সুশীলনের প্রোজেক্ট অফিসার রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এরিয়া প্রোগ্রাম অফিসার ফুলি সরকার।
এছাড়াও অনুষ্ঠানটিতে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পল ভক্ত মন্ডল, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, ফিল্ড সুপার ভাইজার প্রশান্ত মন্ডল, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি উত্তম রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে দেবহাটা এরিয়া প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা উপজেলার তিনটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মুলোক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন ও অব্যাহত রেখেছে।