প্রতিবছরের মতো এবারও সুন্দরবনের গোলপাতা আহরণ শুরু
অনলাইন ডেস্ক:
সুন্দরবনে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে গোলপাতা সংগ্রহ উৎসব। বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস থেকে পাশ নিয়ে ২৭টি নৌকা সুন্দরবনে গোলপাতা আহরণ এর জন্য শুক্রবার রাতে প্রবেশ করেছে বলে জানান বনবিভাগ।
এ বছর ১ লক্ষ ২৩ হাজার মন গোলপাতা কাটা হবে। বনবিভাগ সূত্র জানায়, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২৭টি নৌকা, কোবাদক স্টেশন ৮টি, কদমতলা স্টেশন থেকে ২টিসহ মোট ৩৭ টি নৌকা পাশ সংগ্রহ করে বনের মধ্যে প্রবেশ করেছে। প্রতিটি নৌকা ২০থেকে ২৬দিন বনের মধ্যে থাকতে পারবে।
বাওয়ালীরা জানায়, আট থেকে দশ হাজার টাকা দাদন নিয়ে বনে যাচ্ছে গোলপাতা কাটতে। বন বিভাগ থেকে আরো জানা যায়, এবছর গোলপাতা মৌসুম শেষ হওয়ার পরে গরাণ কাঠের পাস দেওয়া হবে। বন বিভাগ আরো জানায় যদি বাওয়ালীরা নিয়ম-নীতি মেনে চলে তাহলে এই গরাণ কাঠের পাস চালু থাকবে।
Please follow and like us: