কলারোয়ায় বহুল প্রত্যাশিত করোনা টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন
কামরুল হাসান:
কলারোয়ায় বহুল প্রত্যাশিত করোনা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সংসদ সদস্য ব্যক্তিগতভাবে নিজের টিকাও গ্রহণ করেন এদিন। উদ্বোধনী দিনে আরও টিকা গ্রহণ করেন স্বাস্থ্যকর্মী-সংবাদকর্মীসহ অনেকেই। এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩ টা পর্যন্ত। করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, কলারোয়ার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, সাচিপ নেতা ডাক্তার সুব্রত ঘোষ. ডাক্তার জাহিদ আলম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, এপর্যন্ত করোনা টিকা গ্রহণের জন্য কলারোয়ায় ১৬৩ জন ব্যক্তি নাম নিবন্ধিত করেছেন।