বাঘারপাড়া থেকে ৩৬টি গ্রীন ল্যান্ডের সাদা হাঁস পাখি উদ্ধার, গ্রেফতার-৩
যশোর প্রতিনিধিঃ
যশোরের বাঘাপাড়ার থানাধীন ০২নং বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামস্থ খাজুরা ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৬ টি গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পাখি উদ্ধার সহ ৩ জনকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ।
আটককৃত আসামী- মাগুরা জেলার সদর থানার বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল (২২), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার খাঁকান্দা গ্রামের মৃত ফজলে মাতুব্বরের ছেলে রুবেল হোসেন (৩০) ও মাগুরা জেলার সদর থানার বালিয়া ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে আঃ রাজ্জাক হাসান (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অবৈধ পথে ঢাকা হতে হাঁস গুলি সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন সয়বাদে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন এর তদারকিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) জুম্মান খান তার সংঙ্গীয় ফোর্স সহ তেলিধান্যপুড়া গ্রামস্থ খাজুরা ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ৩৬টি গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পাখি উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।