কালিগঞ্জের নলতায় ৫৭তম পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

তরিকুল ইসলাম লাভলুঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা
শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এঁর ৫৭ তম বার্ষিকী ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ আগামী ইং ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী- ২০২১, বাং ২৬, ২৭ ও ২৮ মাঘ-
১৪২৭, রোজ- মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।

উক্ত ওরছ শরীফের ১ম দিন ৯ ফেব্রুয়ারী বাদ বাদ ফজর হতে ৯টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরান মজিদ, মিলাদ শরীফ ও হজরত শাহছুফী সৈয়দ গফুর শাহ আল হোচ্ছামী (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী, সাড়ে ৯ হতে বেলা ১১টা
পর্যন্ত পাক রওজা শরীফে হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লাহ (রঃ) এঁর বেছাল শরীফ উপলক্ষ্যে কলেমাখানি, কুলখানী, আলোচনা সভা ও মিলাদ শরীফ, বেলা ১২টা, বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ, রাত্র ১১টা হতে ভোর ৪.৩০ পর্যন্ত হজরত রছুলে করীম (ছাঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শ
সম্পর্কে আলোচনা, ভোর ৪.৩০ হতে সকাল ৬.৩০ পর্যন্ত তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত।

১০ ফেব্রুয়ারী বাদ ফজর হইতে সকাল ১০টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরান মজিদ, মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হাজী হাফেজ হজরত সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এঁর আত্বীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও
আলোচনা সভা, বেলা সাড়ে ১১টা বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ, বিকাল সাড়ে ৩টা হতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত হজরত রছুলে করীম (ছাঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, ভোর সাড়ে ৪টা হতে সকাল সাড়ে ৬টা পর্যন্ত তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত।

১১ ফেব্রুয়ারী বাদ ফজর হইতে সকাল ১০টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরান মজিদ, মিলাদ শরীফ ও হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী, বিশ্বের মুছলিম উম্মাহর জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরী মোনাজাত।

অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিছের আলোকে
মূল্যবান আলোচনাসহ ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করিবেন, হযরতুল আল্লামা আলহাজ্জ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম নূরী-পীরে তরিক্কত, খলিফায়ে দরবারে আলা হযরত, চেয়ারম্যান-আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট, বাংলাদেশ আলহাজ্জ হাফেজ মোখলেছুর রহমান বাঙ্গালী- আন্তর্জাতিক
খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান- খতিব, গুলশান-১ জামে মসজিদ, ঢাকা মুফতী শাইখ মোহাম্মাদ উসমান গনী-সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম্, ঢাকা, মুফ্্তী আব্দুল মজিদ পিরিজপুরী-হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক, আলহাজ্জ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম আজিজী-ইমাম, নলতা শরীফ শাহী জামে মসজিদ, নলতা শরীফ অধ্যক্ষ ড. মাওলানা কাফীলুদ্দীন সরকার, ঢাকা, হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী-প্রাক্তন ইমাম-পোলায়ু পেনাং, মালেশিয়া, খতিব-আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা, মুফতী মাওলানা মোঃ আলমগীর হুসাইন সাইফী-খতিব, বায়তুল
আমান জামে মসজিদ, হবিগঞ্জ, আলহাজ্জ মাওলানা মোঃ আবু সাঈদ (রংপুরী)-মুফাস্সির ও মুহাদ্দিস, খতিব- নলতা শরীফ শাহী জামে মসজিদ, মোঃ সাইদুল ইসলাম আছাদ- আন্তর্জাতিক ক্বারী, ঢাকা, উক্ত ওরছ শরীফে হাজির হতে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)