কলারোয়া প্রেসক্লাবে এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কামরুল হাসানঃ
কলারোয়ার গয়ড়া বাজারে দোকান ঘর নির্মাণ কাজে বাধা দেওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মফিজুল ইসলাম।
আজ শনিবার কলারোয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে দোকান ঘর নির্মানে বাধা সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ করেন গয়ড়া বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে তিনি গয়ড়া বাজারে বাজার কমিটির বরাদ্ধকৃত একটি ঘর নিয়ে ব্যবসা করে আসছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ঘরটি বাজারের গণশৌচাগার সংলগ্ন হওয়ায় গত বছর সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে স্হানীয় বাজার কমিটি ও চেয়ারম্যানের সহযোগিতায় গণশৌচাগারটি সংস্কারের সিদ্ধান্ত নিলে ড্রেজার মেশিন দিয়ে তা ভাঙ্গা হয়। এসময় তাঁর ব্যবসাঘরটি ধসে পড়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বাজার কমিটিকে জানালে তাঁরা জানিয়ে দেন গণশৌচাগারের সাথে তাঁর ঘরটিও নির্মাণ করে দেওয়া হবে। সেই মোতাবেক গণশৌচাগার নির্মিত হলেও তাঁর ঘরটি নির্মাণ করতে কালক্ষেপণ করা হয়। তিনি পরবর্তীতে বাজার কমিটি ও চেয়ারম্যান সাহেবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে তারা নির্দিষ্ট স্থানে ঘর করার অনুমতি দেন। এরপর তিনি ঘর করতে গেলে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। দফায় দফায় উর্ধ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
তিনি অসহায়ভাবে খোলা আকাশের নিচে কোনো রকম ব্যবসা করে আসছেন। মফিজুল ইসলাম জীবন-জীবিকার জন্য তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ঘরটি নির্মাণ করতে চান। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।