আশাশুনিতে করোনা ভাইরাস টিকাদান বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনিতে করোনা ভাইরাস টিকাদানের লক্ষ্যে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী করোনা ভাইরাস ভ্যাকসিন সরকারি ভাবে সরবরাহ করা হয়েছে। আশাশুনি উপজেলায় আসা ভ্যাকসিন সরকারি নির্দেশনা মেনে অনলাইনে রেজিস্ট্রেশন করা তালিকাভুক্ত ব্যক্তিদের শরীরে সঠিক পদ্ধতিতে পুশ করার লক্ষ্যে প্রশিক্ষণ
প্রদান করা হয়েছে।
এলক্ষ্যে ৩০ জন টিকা প্রদানকারীকে দু’দিনের এবং ৫৬ জন স্বেচ্ছাসেবককে একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা
সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সালমা
খাতুন, এমটিপিআই দিলিপ কুমার।