জেলা পরিষদের উদ্যোগে ৩ কোটি ২৯ লক্ষ ৫ হাজার টাকার উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান’র কার্যালয়ে জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারদের উপস্থিতিতে এ উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ৩ কোটি ২৯ লক্ষ ৫ হাজার
টাকার ২৯টি গ্রুপের উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের
চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলায় ৩ কোটি ২৯ লক্ষ ৫ হাজার টাকার ২৯টি গ্রুপের মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা
পরিষদের সদস্য আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, মতিয়ার রহমান গাজী ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)