নারী-শিশু পাঁচার রোধে ইছামতি সীমান্তে পুলিশের মহড়া
Post Views:
৫২৫
দেবহাটা প্রতিনিধি:
নারী ও শিশু পাঁচার রোধে দেবহাটার সীমান্ত এলাকায় মহড়াসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে জনসচেতনতা সৃষ্টি করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার সকাল থেকে দিনভর উপজেলার নওয়াপাড়া, দেবহাটা সদর ও পারুলিয়া ইউনিয়নের ইছামতি নদীর কোলঘাসা বিস্তৃর্ন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে গিয়ে জনসচেতনতা সৃষ্টিতে সীমান্ত পাড়ের সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও নারী-শিশু পাঁচার রোধে মহড়া দেন পুলিশ সদস্যরা। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসময় থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা মহড়ায় অংশ নেন।