চুকনগর মাছ আড়তে গভীর রাতে ৩ দোকানে চুরি সংঘটিত
Post Views:
৫৯৮
আব্দুর রশিদ বাচ্চুঃ
চুকনগর মালতিয়ার মাছ আড়তের সামনে ভুষি মাল ও ধান পাটের দোকানে একই রাতে ৩ দোকানে চুরি সংঘটিত হয়েছে। দোকানের সাটার ফাঁকা করে চোর ভিতরে প্রবেশ করে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
গতকাল (৩১জানুয়ারি২০২১) রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে চুকনগর মালতিয়ার মাছ আড়তের সামনে মেসার্স মোড়ল এন্টার প্রাইজ এম এম ফারুকের ভুষিমালের দোকানের সার্টার ফাঁকা করে ভিতরে প্রবেশ করে দোকানের বিক্রিয়ের আনুমানিক ১৫ হাজার টাকা চোরেরা নিয়ে যায়।
পাশ্ববর্তী ধান ও পাটের দোকান গাজী এন্টার প্রাইজ মালিক উজ্জ্বল ঘোষ বলেন আমার বিক্রয়ের টাকা ৮/১০ হাজার টাকা ক্যাশে ছিল। সেই টাকা চুরি হয়েছে।
এরপর চোরের গাজী এন্টার প্রাইজ প্রাইজ বিকাশ এজেন্ট’র দোকানের সাটারের ফাঁকা করতে গেলে লোকজনের আনাগোনা টের পেয়ে চোরেরা পালিয়ে যায়।
এসময় চোরেরা ২দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকা চুরি সংঘটিত করে পালিয়ে যায়।
এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।